দ্বিতীয় সারির দল নিয়ে জিম্বাবুয়ের সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরে প্রথম ম্যাচে দ.আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন কেশব মহারাজ। দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই খেলে প্রোটিয়া। যার কারণে অধিনায়কত্বের দায়িত্বটা সামলাচ্ছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার। আর অধিনায়ক হয়েই ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি।
বুলাওয়েতে টস হেরে ব্যাটিং নেমে বিশাল সংগ্রহে দিন শেষ করেছে দ. আফ্রিকা। প্রথম দিনে ৮৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪৬৫ রান তুলেছে প্রোটিয়ারা। যেখানে মুল্ডার অপরাজিত আছেন ২৫৯ বলে ২৬৪ রানে। আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।
অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচেই সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তিনি। আর তাতেই ভেঙেছেন ১১২ বছরের পুরোনো রেকর্ড। এই রেকর্ড আগে ছিল হার্বি টেলরের দখলে। ১৯১৩ সালে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে টেলর করেছিলেন ১০৯ রান। সেই ইনিংস ছাপিয়ে মুল্ডার বুলাওয়ের মাঠে ২১৪ বলে করেন দুর্দান্ত একটি দ্বিশতক। এর আগে শতক পূর্ণ করেন ১১৬ বলে।
এদিকে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে টেস্টের প্রথম দিনেই দ্বিশতক হাঁকানো তৃতীয় ব্যাটার তিনি। এই তালিকায় মুল্ডারের আগে টেস্টের প্রথম দিনে দ্বিশতক হাঁকিয়েছেন গ্রায়েম স্মিথ ও গ্যারি কার্স্টেন। মুল্ডারের সঙ্গে দিন শেষে ১৬ বলে ১৫ রানে অপরাজিত আছেন ডিওয়াল্ড ব্রেভিস। মুল্ডারের শতক ছাড়াও অর্ধশতক করেছেন ডেভিড বেডিংহ্যাম ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। বেডিংহ্যাম ৮২ এবং প্রিটোরিয়াস ৭৮ রান করে আউট হয়েছেন। জিম্বাবুয়ের পক্ষে ২ উইকেট নেন তানাকা চিভাঙ্গা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














