সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার (২৪ আগস্ট) নেপালকে ৩-০ গোলে হারিয়েছে লাল–সবুজের দল।
ভারতের কাছে আগের ম্যাচে হারের পর নতুন উদ্যমে মাঠে নামে বাংলার মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোল করেন থৈনু মারমা। এরপর ৪৫তম মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। মিডফিল্ড থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকেই শট নেন তিনি। নেপালের গোলরক্ষক এগিয়ে এলেও শট থামাতে ব্যর্থ হন।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। কয়েকবার সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ৬২ মিনিটে গোল করার সবচেয়ে সহজ সুযোগ পেয়েও বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হয় তারা। অফসাইড ফাঁদ এড়িয়ে একেবারে মুখোমুখি শটও ঠেকিয়ে দেন গোলকিপার।
ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় রিয়া একক প্রচেষ্টায় নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে তৃতীয় গোলটি করেন। তার গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের বড় জয়।
এই জয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ, যা তাদের টুর্নামেন্টে নতুন করে লড়াইয়ে ফেরার সুযোগ করে দিল।
