অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নেমেছিলো বাংলাদেশ। আজকের ম্যাচে নেপালের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। দুই জয়ের পরে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। আজ নেপালকে হারিয়ে অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমির একেবারে কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ।
আজ সকালের শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম। বাংলাদেশের যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে, ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় নেপাল দল। নেপালের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আট নম্বরে ব্যাট করতে নামা অভিশেক তিওয়ারি।
বাংলাদেশের হয়ে , সবুজ নেন ৩ টি উইকেট। সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ এবং আজিজুল হাকিম ২ টি করে উইকেট নেন।
১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৪.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ । বাংলাদেশের ইনিংসে জাওয়াদ আবরার একাই করেন ৬৮ বলে ৭০ রান। ওপেনে নেমে তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ম্যাচ সেরার পুরষ্কারও পান তিনি।
গ্রুপ পর্বে আর মাত্র একটি ম্যাচ বাকি বাংলাদেশের। সেটা শ্রীলংকার বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ই ডিসেম্বর।
এই ম্যাচে বড় কোনো অঘটন না ঘটলে সেমিতে যাবে বাংলাদেশ। কেননা বাংলাদেশের নেট রানরেটও +১.৫৫৮।
অন্যদিকে আফগানিস্তান বনাম শ্রীলংকার ম্যাচের খেলা এখনও চলছে। যেখানে আফগানিস্তানের দেয়া ২৩৬ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলংকা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকর স্কোর ২৩ ওভার শেষে ১১৩-২।
শ্রীলংকা এই ম্যাচ জিতলে সাথেসাথেই গ্রুপ বি থেকে সেমি-ফাইনালে চলে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে অন্যকোনো সমীকরনের দিকে তাকাতে হবে না বাংলাদেশের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











