লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেই শতভাগ জয় ধরে রেখেছে। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা গোল বন্যায় ভাসিয়েছে তুলুজকে। তবে নিজেদের জালটা যে অক্ষত রাখতে পেরেছে তা নয়। প্রতিপক্ষের জালে ছয়বার বল ফেলে নিজেদের জাল থেকে তিনবার বল কুড়িয়েছে। অর্থাৎ জয় ৬-৩ গোলে। হোয়াও নেভেস হ্যাটট্রিক করেছেন। জোড়া গোলের দেখা পেয়েছেন ওসমানে দেম্বেলে। উভয় গোলই তিনি পেনাল্টি থেকে করেন। অন্য গোলটি করেছেন ব্রাডলি বার্কোলি।
লিগ ওয়ানে তিন ম্যাচে তৃতীয় জয় এটি প্যারিস সেন্ত জার্মেই। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানোর ইঙ্গিতটা তারা ম্যাচের শুরুতেই দিয়ে রাখে। মাত্র ১৪ মিনিটের মধ্যে তিনবার তারা তুলুজের জালে বল ফেলে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন পর্তুগালের ২০ বছর বয়সী তারকা হোয়াও নেভেস। সাত মিনিটে প্রথম গোলের পর চতুর্দশ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এর মাঝে স্কোরশিটে নাম লেখান ব্রাডলি বার্কোলি। নবম মিনিটে গোল করেন তিনি।
১৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে গেলেও প্যারিস সেন্ত জার্মেই থামেনি। ৩১ মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোল পায় তারা। ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারিস সেন্ত জার্মেই। ৩৭ মিনিটে ব্যবধান কমিয়েছিল তুলুজ।
বিরতির পর দেম্বেলে আবার পেনাল্টি থেকে গোল করেন। প্যারিস সেন্ত জার্মেই এগিয়ে যায় ৫-১ গোলে। ৭৮ মিনিটে নেভেসে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের সব উত্তেজনা শেষ। ৬-১ গোলে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। তবে ম্যাচের শেষ দিকে কিছুটা নাটকীয়তা তৈরি করে স্বাগতিক দল। ৮৯ ও ৯১ মিনিটে দুই গোল করে তারা বাড়তি একটা উত্তেজনা তৈরি করে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















