আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নোয়াখালী এক্সপেসে যোগ দিলেন পাকিস্তানের তরুণ এক সুপার স্টার। তরুণ এই ক্রিকেটারকে বলা হচ্ছে পাকিস্তানের আগামীর তারকা। ক্রিকেটে যুগে যুগে অনেক মহাতারকা উপহার দিয়েছে পাকিস্তান।
কিংবদন্তি ইমরান খান, শোয়েব আক্তার, ওয়াকার ইউনুস থেকে শহীদ আফ্রিদি এরপর বাবর আজমরা। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বক্রিকেটে সেরাদের কাতারে নাম লিখিয়েছেন তাঁরা। পাকিস্তানের পাইপলাইনে অনেক প্রতিভাবান ক্রিকেটার এখন দূত্যি ছড়ানোর অপেক্ষায় আছেন। তাদের মধ্যে ভবিষ্যত সুপারস্টার হওয়ার মতো কি আছেন কেউ?
দক্ষিণ আফ্রিকা সাবেক পেসার ওয়েইন পারনেল বেছে নিলেন পাকিস্তানের এক তরুণ অলরাউন্ডারকে। তাঁর মতে উদীয়মান এই ক্রিকেটারের পাকিস্তানের পরবর্তী মহাতারকা হওয়ার সব ধরণের প্রতিভাই আছে। যার নাম মায সাদাকাত। যিনি স্পিনিং অলরাউন্ডার।
সবশেষ পাকিস্তান শাহিনসের হয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ-এ নিজের জাত চিনিয়েছেন। এবার বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাতাবেন এই তরুণ। ২০ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার মায সদাকাতকে দলে ভিড়িয়েছে দলটি। বিপিএলের শুরু থেকেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
২০ বছর বয়সী সাদাকাত বোল্টসের হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন। ৩১.৬৬ গড়ে করেছেন ৯৫ রান, স্ট্রাইক রেটে ১৭৯.২৪। বাঁহাতি এই ওপেনার সবশেষ চিতওয়ান রিনোসের বিপক্ষে ৩০ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বল হাতেও বেশ কার্যকর বাঁহাতি অর্থোডক্স এই বোলার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















