২০২৫ সালের এশিয়া কাপ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে এর অনেক আগেই। মূলত সম্প্রচারকারী একটি টিভি চ্যানেলের পোস্টার ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যেখানে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অধিনায়কের ছবি থাকলেও, নেই পাকিস্তানের কোনো প্রতিনিধি। এতে করে প্রশ্ন উঠেছে—তাহলে কি পাকিস্তানকে বাদ দিয়েই এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা করছে আয়োজকরা?
পোস্টারে ভারতের তরফে দেখা গেছে সূর্যকুমার যাদবকে, বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত এবং শ্রীলঙ্কার পক্ষে রয়েছেন চারিথ আসালাঙ্কা। কিন্তু শান্ত বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নন, তাকে ইতিমধ্যেই লিটন দাস দিয়ে বদলানো হয়েছে। ফলে পোস্টারটির সামগ্রিক বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
পাকিস্তান ক্রিকেট মহল এই পোস্টারকে ভালোভাবে নেয়নি। পাকিস্তানের মিডিয়া ও সমর্থকদের একাংশ এটিকে ‘সাজানো পরিকল্পনা’ বলেও উল্লেখ করেছে। আরও বিতর্কের জন্ম দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতির পরিচয়। কারণ, এসিসির বর্তমান চেয়ারম্যান হলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তার উপস্থিতিতেই যদি পাকিস্তানকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা হয়, তাহলে সেটি অবাক করার মতোই।
তবে এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে কোনো দেশই অন্য দেশে খেলতে রাজি নয়। সবকিছু আলোচনার মধ্যে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানানো হবে বলেও আশ্বাস দিয়েছে এসিসি।
