পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফায়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে, যা ২০০৮ সালের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে।
ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। প্রথম টেস্ট মাঠে গড়াবে ১২ অক্টোবর লাহোরে, আর দ্বিতীয়টি ২০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে। বাকি দুই ম্যাচ—৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হবে লাহোরে। ওয়ানডে সিরিজ নির্ধারিত হয়েছে ৪, ৬ ও ৮ নভেম্বর ফায়সালাবাদে।
২০০৮ সালের পর এই প্রথম ফায়সালাবাদে আন্তর্জাতিক ম্যাচ ফিরছে। সেই ম্যাচে পাকিস্তান বৃষ্টি-বিঘ্নিত খেলায় বাংলাদেশকে হারিয়েছিল ৭ উইকেটে। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের মাটিতে এটি হবে ২০০৭ সালের পর প্রথম পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ। যা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের সংবাদ।
এ ছাড়া, চার বছর পর আবারও পাকিস্তানের মাটিতে মুখোমুখি হচ্ছে দুই দল টেস্টে। সর্বশেষ ২০২১ সালে বাবর আজমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















