আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থতা ভুলে পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও এই সিরিজ থেকেই সামনের দিকে তাকাচ্ছেন।
তার আগে লাহোরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘হারের পর আলোচনা সমালোচনা হবেই। এটা অনেক লম্বা জিনিস। সবারই চেষ্টা থাকে আমরা যেন ভালো ক্রিকেটটা খেলি। আমরা আগে যে ভুলগুলো করেছি সেগুলো যেন এখানে রিপিট না হয় সেই চেষ্টা থাকবে।’
এছাড়া বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন,‘দল অনেক ব্যালান্স। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। উন্নতি করতে পারছি কিনা, কীভাবে খেলছি সেটা বড় জিনিস। প্রসেস মেইনটেইন করতে পারছি কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, ‘অবশ্যই ধারাবাহিক হলে হয়ত আমরা টপ টিম থাকতাম। যেহেতু আমরা একটু পেছনের টিম তার মানে কিছু ল্যাকিংস আছে। সেটা নিয়েই কাজ করছি কীভাবে ধারাবাহিক হওয়া যায়। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউএইতে একরকম, এখানে আবার আরেকরকম। অই চ্যালেঞ্জগুলা কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে পারফর্ম করছি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















