ভারত-পাকিস্তানের যুদ্ধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে বিসিবি।
পিএসএল খেলতে এখন পাকিস্তানে আছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন লেগ স্পিনার রিশাদ, ফাস্ট বোলার নাহিদ খেলতে গেছেন পেশাওয়ার জালমির হয়ে। তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে বিসিবি। এ বিষয়ে বিসিবি জানায়,‘গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগে খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও ভালো থাকাই এই মুহূর্তে বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এছাড়া বলা হয়,‘বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে ঘটনার বিস্তারিত খোঁজ রাখছেন এবং তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সমন্বয় করে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিসিবি।
উল্লেখ্য’পাকিস্তান সুপার লিগের ফাইনাল ১৮ মে। এরপরই সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ খেলে ২১ মে পাকিস্তানে পা রাখার কথা লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানদের। সেই সফর নিয়েও এখন কিছুটা হলেও অনিশ্চয়তার ছায়া আছে।
