পাকিস্তান থেকে দেশে ফিরেই ঈদের ছুটিতে ক্রিকেটাররা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর পাকিস্তানের গিয়ে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ব্যর্থ সফর শেষে সোমবার রাতে দেশে ফিরেছে ক্রিকেটাররা। দেশে ফিরেই ঈদের ছুটিতে গেছে ক্রিকেটররা। ঈদের ছুটি শেষে ৯ জুন থেকে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারের ফলে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় লিটন দাসের দলকে। সিরিজ শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুই বহরের প্রথম বহর এসে পৌঁছেছ সন্ধ্যায়। যেখানে ছিলেন নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, লিটন দাস ও তানজিদ হাসান তামিম।

এই বহরে আরো ছিলেন তাওহীদ হৃদয়, তানজিম সাকিব ও শরিফুল। আরেক বহর ঢাকা এসে পৌঁছাবে রাত এগারোটায়। এ দিকে শেষ ম্রাচে হারের পর অধিনায়ক লিটন দাসের কণ্ঠে, ‘হ্যাঁ অবশ্যই আমরা বল ভালো করিনি। আগের দুই ম্যাচে ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করিনি। আজকে ব্যাটিং ভালো হয়েছে। অবশ্যই আমাদেরকে শিখতে হবে কীভাবে কোন ব্যাটারের বিপক্ষে কীভাবে বল করতে হবে। এসব জায়গায় উন্নতি করতে হবে।’

সিরিজ থেকে ইতিবাচকতা খুঁজতে গিয়ে লিটন বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই ইমন এবং তামিম ভালো শুরু দিয়েছে। শুধু তারাই নয়। বেশিরভাগই দায়িত্ব নিয়ে খেলেছে এবং তাদের কাজ করে দিয়েছে।’

Exit mobile version