পাকিস্তানকে ধুয়ে দিলেন শাহিদ আফ্রিদি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচে ব্যর্থ পাকিস্তান। টানা দুই হারে আসর থেকে বিদায় স্বাগতিকরা। আর তাতে ভীষণ বিরক্ত শাহিদ আফ্রিদি। দলের ব্যর্থতার কারণে বাবর-রিজওয়ানকে ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক।

এমনকি প্রশ্ন তুলেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের খেলার ধরন ও মানসিকতা নিয়েও। টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে একটিতেও তিনশ করতে না পারা পাকিস্তানের কড়া সমালোচনা করেন আফ্রিদি। সাবেক তারকা অলরাউন্ডার বলেন,‘২০২৫ সালে পাকিস্তান আশি ও নব্বইয়ের দশকের মতো ক্রিকেট খেলছে, যেখানে অন্য দলগুলো আক্রমণাত্মক ও আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ভালোভাবেই এগিয়ে গেছে।’

দুই ম্যাচে পাকিস্তানকে ডুবিয়েছে অতিরিক্ত ডট বল খেলা। ভারতের বিপক্ষে ১৫২টি বলে কোনো রান করতে পারেনি পাকিস্তান। প্রথম ৬ ওভারের মধ্যে ২৮ বলই ছিল ডট! আর নিউজিল্যান্ডের বিপক্ষে ডট বল ১৬২টি। আফ্রিদি বলেন,‘অনেক বেশি ডট বল খেলার অসুস্থ মনোভাবও আমাদের খেলার ক্ষতি করছে।’

মারকাটারি ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে মানসিকতায় বদলের প্রয়োজন দেখছেন আফ্রিদি। তিনি বলেন,‘আধুনিক ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের মানসিকতার মিল নেই। আমাদের সিস্টেমের পুরোপুরি সংস্কার দরকার, যাতে আমরা আক্রমণাত্মক মানসিকতার ক্রিকেটার তৈরি করতে পারি।’ আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।

Exit mobile version