২২ বছর পর ঘরোয়া ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি’র ক্লাব পর্যায়ের প্রতিযোগিতা `চ্যালেঞ্জ লিগে’ ঢাকা মোহামেডানের প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল। কিন্তু তাদের বদলে সেই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে আবাহনী লিমিটেড (ঢাকা)। মূলত এএফসি’র ক্লাব লাইসেন্সিং না থাকার কারণেই মোহামেডানের সুযোগ হাতছাড়া হয়েছে।
লাইসেন্সিং সংক্রান্ত বাফুফের ‘ফাস্ট ইন্সটেন্ট বডি’ বা এফআইবি’র ১০ মে সভায় আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসকে অংশগ্রহণ করার জন্য লাইসেন্স প্রদান করার সিদ্ধান্ত হয়। মোহামেডান, রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন আবেদন করলেও শর্ত পূরণ না করায় তাদের সেই আবেদন গ্রহণ করা হয়নি।
মোহামেডান সেই সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছিল ১৮ মে। বাফুফের আপিল বডি মোহামেডানের সেই আবেদন পর্যালোচনা করে খারিজ করে। ফলে ফাস্ট ইন্সটেন্ট বডির সিদ্ধান্ত বহাল রেখেছে। এতে এই মুহুর্তে মোহামেডানের পক্ষে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।
চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন দল মোহামেডান অংশ না নিতে পারায় দ্বিতীয়স্থানে থাকা আবাহনী লিমিটেড সে সুযোগ পাচ্ছে। আকাশী নীল জার্সিধারীরাও সেই সুযোগ হাতছাড়া করলে সুযোগ পেতো লিগের তৃতীয়স্থানে থাকা বসুন্ধরা কিংস।
