পারলো না লিওনেল মেসির ইন্টার মায়ামি। শুরুর হাসি হাসলেও তাদের কাঁদিয়ে শেষ হাসি আটলান্টা ইউনাইটেডের। এমএলএস কাপের প্লে অফের তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ হেরে ছিটকে গেছে ইন্টার মায়ামি। আজ সকালে অনুষ্ঠিত নিজেদের মাঠের খেলায় মায়ামি ৩-২ গোলে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরেছে। এর ফলে তিন ম্যাচের সিরিজে আটলান্টা ২-১ ব্যবধানে জয় পেয়েছে। সিরিজের প্রথম ম্যাচে মায়ামি জয় পেলেও পরের দুই ম্যাচে হেরেছে তারা।
এ জয়ের ফলে এমএলএস কাপের ইস্টার্ন কনফারেন্স থেকে সেমিফাইনালে পৌঁছেছে আটলান্টা ইউনাইটেড। তারা অরলান্ডো সিটির বিপক্ষে সেমিফাইনাল খেলবে।
লিওনেল মেসি এদিন শুরু থেকেই মাঠে ছিলেন। গোলও করেছেন। তবে দলকে জয় এনে দিতে পারেননি। দুর্ভাগ্য মায়ামির। ম্যাচে আগে গোল করেও তা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধে মেসির গোলে সমতা ফেরালেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।
ম্যাচে গোলের একটা ঝড়ও বয়ে গেছে। ১৭ মিনিটে রোজাসের গোলে এগিয়ে যায় মায়ামি। মাত্র দুই মিনিটের ব্যবধানে আটলান্টা সমতায় ফেরায়। শুধু তাই নয়, পরবর্তী দুই মিনিটে আবার তারা গোল পায়। দুটো গোলই করেন থিয়ারে। কয়েক মিনিট পরে মায়ামি আবার গোল করলেও ভিএআর দেখে রেফারি তা বাতিল করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে মেসি গোল করে মায়ামি সমর্থকদের মনে আবার আশার আলো জ্বালান। কিন্তু ৭৯ সিলিজের গোল মায়ামির সমর্থকদের হতাশায় ডোবায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















