পিএসজি’র সঙ্গে ড্র করে স্ট্রাসবোর্গ শীর্ষে

সেনি মায়ুলা

গোলের দেখাটা আগে পেয়েছিল প্যারিস সেন্ত জার্মেই। তবে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হয়নি ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন দলটিকে। বরং হার এড়ানোটাই তাদের জন্য সৌভাগ্যের হয়েছে। কেননা এক পর্যায়ে তারা ১-৩ গোলে পিছিয়ে ছিল। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত স্ট্রাসবোর্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই ড্র’র ফলে প্যারিস সেন্ত জার্মেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়ছে। ৮ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে পিএসজি বর্তমানে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে মার্শেই শীর্ষে। ১৬ পয়েন্ট নিয়ে স্ট্রাসবোর্গ তৃতীয় স্থানে।

প্যারিসে জয়টা লিয়াম রোসনিয়রের দলের জন্য অবিশ্বাস্য এক স্বপ্ন। ৩৪ ম্যাচে কখনো তারা প্যাসির সেন্ত জার্মেইকে হারাতে পারেনি। সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েই তারা এবার মাঠে নেমেছিল। কিন্তু শুরুতেই সেই স্বপ্ন ধাক্কা খায়। ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ে তারা। তবে এই ধাক্কা সামলে উঠতে সময় নেয়নি। বরং একের পর এক গোল করে তারা ৩-১ গোলে এগিয়ে যায়। ২৬ ও ৪৯ মিনিটে জোড়া গোল করেন জ্যাকুইন পানিচেলি। ৪১ মিনিটে অন্য গোলটি করেন ডিয়াগো মোরেইরা।

৩-১ গোলে পিছিয়ে পড়ায় পিএসজি শিবিরে হারের শঙ্কাটা বেশ ভালোভাবে জেঁকে বসেছিল। তবে এ অবস্থা থেকে উদ্ধার করে স্ট্রাসবোর্গের গোলরক্ষকের একটা ভূল সিদ্ধান্ত। তাতে করে পেনাল্টি পায় পিএসজি। ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করতে মোটেও ভুল করেননি গনকালো রামোস। ৭৯ মিনিটে সেনি মায়ুলা গোল করে দলকে হারের হাত থেকে রক্ষা করেন।

Exit mobile version