পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কা থেকে রেহাই পেয়েছে এসি মিলান। সোমবার রাতে সেরি আতে তারা তোরিনোকে অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে। ক্রিস্টিয়ান পুলিসিক জোড়া গোল করেছেন। অ্যাড্রিয়েন র্যাবিয়ট করেন অন্য গোলটি। তোরিনোর হয়ে গোল করেছেন নিকোলা ভ্লাসিক ও ডুভান জাপাতা।
ম্যাচের স্কোর বলছে ঘাম ঝড়ানো জয় এসি মিলানে। তবে প্রকৃত ঘটনা আরো জটিল। মাত্র ১৭ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে থেকে জয় পেয়েছে এসি মিলান। নিকোলা ভ্লাসিক দশম মিনিটে ও ডুভান জাপাতা সপ্তদশ মিনিটে গোল করে তোরিনোর সমর্থকদের মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছিলেন। র্যাবিয়ট ২৪ মিনিটে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধ পর্যন্ত এগিয়ে ছিল স্বাগতিক দলটি।
দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে পুলিসিক জোড়া গোল করে স্বাগতিকদের মুখের হাসি কেড়ে নেন। ৬৭ মিনিটে প্রথম গোলের দশ মিনিট পর আবার গোল করেন তিনি। এ জয়ে এসি মিলান শীর্ষস্থান ধরে রেখেছে। তবে নাপোলি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে। উভয় দলের পয়েন্ট ৩১। গোল পার্থক্যে এসি মিলান এগিয়ে রয়েছে। তবে সেই পার্থক্য যে কোনো সময় ঘুঁচে যেতে পারে। মাত্র এক গোলের পার্থক্য দুই দলের। তাদেরকে অস্বস্তিতে রেখেছে ইন্টার মিলান। এ দলটির সংগ্রহ ৩০ পয়েন্ট।
এ ম্যাচে জোড়া গোলের মাঝ দিয়ে পুলিসিক সেরি আতে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ভালোভাবে এগিয়ে এসেছেন। সাত গোল তার। সমান গোল ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















