চোট কাটিয়ে দীর্ঘ দিন পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ঢাকায় কয়েক দিনের অনুশীলন শেষে সোমবার সকালে শ্রীলঙ্কার উদ্দেশ্য উড়াল দিয়েছেন ডান হাতি এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের উদ্দেশে দেশ ছাড়ার আগে দলে নিজের গুরুত্ব বোঝাতে গণমাধ্যমে এই কথা বলেন সাইফউদ্দিন।
দীর্ঘ সময় পর দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটার জায়গা ধরে রাখার লক্ষ্যের কথাও জানিয়েছেন। তবে জাতীয় দলে এখন প্রতিযোগিতার শেষ নেই। বিশেষ করে পেসারদের প্রতিযোগিতা সবচেয়ে বেশি। মেহেদী হাসান মিরাজ থাকায় অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করে নেয়াটাও কম কঠিন নয়।
তবে সাইফউদ্দিন এসব নিয়ে ভাবছেন না। তিনি মনে করেন, দলে যত বেশি অলরাউন্ডার, তত বেশি ভালো। ইংল্যান্ড জাতীয় দলের উদাহরণ টেনে সাইফউদ্দিন বলেন,‘তানজিম সাকিবের গত ম্যাচের ব্যাটিং দেখেন, তার ছোট একটি ক্যামিও বাংলাদেশ দলের কাজে লেগেছে। আপনি যদি দেখেন ইংল্যান্ড দলে ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো, দেশের জন্য ভালো।’
এছাড়া তিনি বলেন,‘আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার সেটা ব্যাটিং হোক, বোলিং হোক। আরও যারা পেস বোলিং অলরাউন্ডার আছে ওরা ব্যাটিংয়ে ভালো করতে পারে। এটা দলের জন্য ভালো হবে।’
শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিয়ে তিনি বলেন,‘ক্যাম্পে বা প্রস্তুতি ম্যাচে চেষ্টা করেছি সেরাটা দেয়ার, জানি না কতোটা পেরেছি। হয়ত নির্বাচকরা সন্তুষ্ট হয়েছেন। আমার যেগুলো আগে ছিল। ওগুলো নিয়ে কাজ করেছি। ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন লেংথ- এগুলো। বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। সবমিলিয়ে চেষ্টা করেছি। দেখা যাক কী হয়।’
আপাতত দলে জায়গা পাওয়াটাই মূল লক্ষ্য সাইফের। জায়গা পেলে কাজে লাগাতে চান তিনি।,‘সফরটা অনেক লম্বা ছিল। সম্ভবত ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা পাওয়াটা অনেক কঠিন। সেই চেষ্টাই থাকবে (জায়গা পাওয়ার)। যেহেতু কয়েকটি ক্যাম্প করেছি মিরপুর এবং চিটাগংয়ে। চেষ্টা করেছি ভালো করার। সুযোগ অবশ্যই ক্রিকেটারদের জন্য কাজে আসে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















