পেসার এবাদতকে যে হুমকি গামিনির!

চোটের কারণে ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের বাইরে পেসার এবাদত হোসেন। চোট কাটিয়ে সবশেষ বিপিএলে বেশ কিছু ম্যাচ খেলেছেন এই পেসার। তবে এখনও জাতীয় দলে ফেরা হয়নি তার, সবশেষ খেললেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে।

কয়েক দিন আগেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচসহ ওয়ানডে ম্যাচেও খেলেছেন এবাদত। তবে শেষ চার দিনের ম্যাচ চলাকালীন গেল শুক্রবার মিরপুরে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সম্মুখীন হয়েছেন এবাদত।

পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে এবাদতের কথার লড়াই হয়েছে। যা শেষ পর্যন্ত গড়ায় বিসিবি পর্যন্তও। সেই বাকবিতণ্ডার সময়ে উপস্থিত ছিলেন ‘এ’ দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেন। জানালেন ঘটনার বিস্তারিত। যদিও পরে সেটির সমাধান হয়েছে বলেও জানালেন এই কোচ।

এ বিষয়ে কোচ নাজমুল বলছিলেন, এই ঘটনা গত শুক্রবারের, ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময়ে। বোলিং করতে যাচ্ছিল পেসার এবাদত, তখন গামিনিকে বলেছিল যে ভালো উইকেট না দিলে বল করব কিভাবে। পরে গামিনিও কিছু একটা বলে বসে। পরে বিষয়টি বিসিবিকে জানিয়েছেন এবাদত। বোর্ড দেখছে এখন।’

Exit mobile version