প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করল কলম্বিয়া। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে ২০০১ সালের চ্যাম্পিয়নরা।
টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে ৩২তম মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন দানিয়েল মুনোস। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হেফারসন লের্মা। ৬৯তম মিনিটে ব্যবধান কমান প্যারাগুয়ের হুলিও এনসিস্কো। তবে এক গোলের লিড ধরে রেখে টানা ২৪তম ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়ে নেস্তর লরেন্সোর দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















