২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। এই আসরের জন্য ইউরোপ অঞ্চল থেকে দুটি দল জায়গা করে নেওয়ার সুযোগ পায়। বাছাইপর্ব শেষে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস ও ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইতালি।
বাছাইপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও ইতালির টিকিট নিশ্চিত হয় নেট রানরেটের ব্যবধানে। ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ইতালি, যা ডাচরা ২২ বল হাতে রেখেই ৯ উইকেটে জয় পায়। যদিও পয়েন্ট তালিকায় নেদারল্যান্ডস ছিল শীর্ষে, তবে ইতালি সমান ৫ পয়েন্ট নিয়ে রানরেটের সুবাদে দ্বিতীয় স্থানে উঠে আসে এবং বিশ্বকাপ নিশ্চিত করে।
এই বাছাইপর্বে অংশ নেয় পাঁচটি দল—নেদারল্যান্ডস, ইতালি, স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। স্কটল্যান্ডের বিদায়ের পেছনে বড় ভূমিকা রাখে জার্সির সঙ্গে তাদের শেষ বলের হারা। এই ফলেই ইতালির বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়।
ইতালি ও নেদারল্যান্ডস ছাড়াও ইতোমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ১৫টি দেশ। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা।
বাকি পাঁচটি দল আসবে আফ্রিকা ও এশিয়ার বাছাইপর্ব থেকে। আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও অক্টোবরে ওমানে হবে সেই পর্ব।
