জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স এক দিন আগেই সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি হচ্ছে না। তবে কোচের এই বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ভাষায় কোচের বক্তব্য নিয়ে ভুল ব্যাখ্যাই হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিপিএলের পর কোনো ওয়ানডে না খেলেই নামতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশের তিন প্রতিপক্ষই এখন যেখানে ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেটে। সেরা প্রস্তুতি যে হয়নি, তা এক দিন আগে বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সও।
কোচের এই বক্তব্য নিয়ে বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন,‘আমার কাছে মনে হয় না কোচ এরকম কোন কিছু বুঝিয়েছে। সংস্করণের দিক থেকে একটু তো ভিন্নতা থাকেই। কিন্তু আমার মনে হয়, যেভাবে ব্যাটসম্যানরা খেলেছে, এই টুর্নামেন্টে উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলব, আশা করছি, এর চেয়ে ভালো উইকেট থাকবে।’
এছাড়া তিনি বলেন,‘ব্যাটসম্যানরা ভালো প্রস্তুতি নিয়েছে। কীভাবে ৫০–৬০–৭০ থেকে ১০০–১৩০ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে। আমাদের হাতে এখনো ছয়–সাত দিন আছে, এর মধ্যে আরও গুছিয়ে নিতে পারব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














