বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য বিশেষকরে হামজা চৌধুরীর ভক্তদের জন্য দু:সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ওঠার লড়াইয়ে হেরে গেলো শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে ম্যাচের ২৫তম মিনিটে শেফিল্ড লিড নিলেও ৭৬তম মিনিটে সমতায় ফেরানো সান্ডারল্যান্ড জয় পায় ইনজুরির কারণে যোগ করা সময়ে (৯৫)।
চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় হামজা চৌধুরীর পক্ষে ইপিএলে আগামী মৌসুমে আর খেলার সুযোগ নেই। কারণ হামজার মূল ক্লাব লেস্টার সিটিরও ইপিএল থেকে দ্বিতীয়স্তরে নেমে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। অর্থাৎ তারা ইপিএল থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে। লেস্টার থেকে ধারে খেলতে আসা শেফিল্ডকে ইপিএলে তুলতে ব্যর্থ হওয়ায় আগামী মৌসুমে আর ইপিএলে ফেরার সুযোগ নেই হামজার সামনে।
ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে টাইরিস ক্যাম্পবেলের দেওয়া গোলে এগিয়ে গিয়েছিল শেফিল্ড। ৭৬ মিনিটে এলিজার মায়েন্দা গোল করে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্ল্যাক ক্যাটদের প্রিমিয়ার লিগে ওঠানো গোলটি এনে দেন টম ওয়াটসন।
লিগ পর্বে শেফিল্ড ইউনাইটেডের অবস্থান ছিলো টেবিলের তিনে। চার থেকে লিগ শেষ করেছিল সান্ডারল্যান্ড। ৪৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে চারে ছিল দলটি। অন্যদিকে ৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছিলো হামজার শেফিল্ড। এরপর প্লে-অফ সেমিফাইনালে শেফিল্ড ব্রিস্টল সিটিকে ও সান্ডারল্যান্ড কভেন্ট্রি সিটিকে হারিয়ে ওঠে ফাইনালে। শেষ পর্যন্ত ফাইনালে লিগ পর্বে ১৪ পয়েন্ট এগিয়ে থাকা দলটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে উঠল সান্ডারল্যান্ড।
প্রতি মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে তিনটি ক্লাব চ্যাম্পিয়নশিপে নেমে যায়। আর সেখান থেকে তিনটি ক্লাব প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এর মধ্যে চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি ইপিএলে জায়গা করে নেয়। আর টেবিলের তৃতীয় থেকে ষষ্ঠ এই চার দল নিয়ে অনুষ্ঠিত হয় প্লে-অফের সেমিফাইনাল ও ফাইনাল।
আজ ওয়েম্বলিতে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে হামজার শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠলো সান্ডারল্যান্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















