ফাইনালের আগে নিজের অবস্থান পরিস্কার করলেন মেসি

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে সোমবার বাংলাদেশ সময় ভোরে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশে সময় সকাল ৬টায়। আর এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ডি মারিয়া।

এবার কোপা আমেরিকার ফাইনাল নিয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন আর্জেন্টির অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে নিজের খেলার বিষয়ে মেসি বলেন,‘কানাডার বিপক্ষে আমি ভালো অনুভব করেছি। চিলির বিপক্ষে অ্যাডাক্টর সমস্যায় ভুগেছি, স্বচ্ছন্দে খেলতে পারিনি। গতি কমে গিয়েছিল। দাঁড়াতে, মুভ করতে গিয়ে সমস্যা হয়েছে।

ইকুয়েডরের বিপক্ষে সময়মতো ফিট হয়ে গিয়েছিলাম, চোটের সমস্যা ছিল না। তবে কিছু যে একটা গড়বড় আছে, সেটা মাথার মধ্যে চলছিল। সেই ভয়টা গত ম্যাচে কেটে গেছে। ফাইনালের জন্য ভালো অনুভব করছি।’

অবশ্য আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানায় ফাইনালের ম্যাচ দিয়েই ফুটবলকে বিদায় জানাবেন মেসি। তবে নিজের অবসর নিয়ে কিছুই জায়নি এই কিংবদন্দি। অবশ্য বন্ধু ডি মারিয়ার কাছ থেকে কোপা আমেরিকায় এবারে গোল পাওয়ার সম্ভাবনা দেখছেন মেসি। তিনি বলেন, ‘কে জানে, হতে পারে আরও একটি ফাইনালে ও গোল করবে। সর্বশেষ ফাইনালে যেমনটা করেছে, এটা হলে অসাধারণ কিছু হবে!’

Exit mobile version