ফাইনালের পথে এক পা চেলসির

উয়েফা কনফারেন্স লিগ

প্রথম গোলদাতা জাডোন সানচো

উয়েফা কনফারেন্স লিগে ফাইনালের পথে চেলসি। গতকাল সেমিফাইনালের প্রথম লেগের খেলায় অ্যাওয়ে ম্যাচে তারা সুইডিশ ক্লাব ডুরগার্ডেনকে উড়িয়ে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ৪-১ গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি। জয়ী দল উভয়ার্ধে দুটো করে গোল করেছে। দ্বিতীয়ার্ধে সুইডিশ ক্লাব একটা গোল পরিশোধ করে।

ম্যাচরে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে চেলসি। স্বল্প সময়ের মধ্যে তার ফসলও তারা ঘরে তুলে নেয়। দ্বাদশ মিনিটে জাডোন সানচো গোল করে চেলসিকে এগিয়ে নেন। বিরতির আগে আরো এক গোল পায় চেলসি। এবারের গোলদাতা নোনি মাদুয়েকা।

দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া চেলসি বিরতির পর আরো দুর্দান্ত খেলা উপহার দেয়। এবার মাত্র ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন নিকোলাস জ্যাকসন। ৫৯ মিনিটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলের পর ৬৫ মিনিটে তিনি আবার গোল করেন।

আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ লিভারপুল। সে ম্যাচকে সামনে রেখে চেলসি কোচ এঞ্জো মারসেকা একের পর এক খেলোয়াড় পরিবর্তন করে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ করে দেন।

Exit mobile version