ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, সময় চূড়ান্ত

দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমার সময়। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াই ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার ‘টিওয়াইসি স্পোর্টস’ ও স্পেনের ‘এএস’ পত্রিকা।

২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো জয়ী স্পেন প্রথমবারের মতো ফিনালিসিমায় মুখোমুখি হতে যাচ্ছে। শুরুতে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচির কারণে ম্যাচটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, এখন সেই জট কেটে গেছে। দুই দেশের ফুটবল ফেডারেশন—আর্জেন্টিনার এএফএ এবং স্পেনের আরএফইএফ—বিষয়টি নিয়ে সম্মত হয়েছে যে, ২০২৬ সালের ১৭ থেকে ২৫ মার্চের মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচকে ঘিরে রয়েছে দারুণ উত্তেজনা। একদিকে আছেন লিওনেল মেসি, অন্যদিকে উঠে আসা স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামাল। অনেকে ইয়ামালকে দেখছেন মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে, যা এই ম্যাচে আলাদা মাত্রা যোগ করবে।

ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে এই ফিনালিসিমা নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছিল। ফিনালিসিমার আগের সংস্করণে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা। এবার স্পেনকে হারিয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্কালোনির দল।

Exit mobile version