আন্তর্জাতিক ফুটবলে জুন উইন্ডোতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় দীর্ঘ ৯ মাস পর আবারও ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ প্রকাশিত তালিকায় এক ধাপ অবনমন হয়েছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের। বর্তমানে বাংলাদেশ রয়েছে ১৮৪তম স্থানে।
গত বছরের অক্টোবরের পর থেকে র্যাঙ্কিংয়ে অবস্থান ছিল স্থিতিশীল। এমনকি চলতি বছরের মার্চে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করায় দুই ধাপ এগিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জুনের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে ফের পিছিয়ে যেতে হলো।
যদিও প্রস্তুতিমূলক ম্যাচে ভুটানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, তবে সেই জয় র্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলতে পারেনি। বিপরীতে, সিঙ্গাপুর বাংলাদেশকে হারিয়ে দুই ধাপ এগিয়ে এখন ১৫৯ নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশের মতো একই গ্রুপের ভারতও অবনতির মুখ দেখেছে। তারা ছয় ধাপ পিছিয়ে এখন রয়েছে ১৩৩ নম্বরে। হংকং, যারা ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে, তারা ছয় ধাপ এগিয়ে ১৪৭ নম্বরে অবস্থান করছে।
এখন কাবরেরা ও তার দলকে সামনে রাখতে হবে আরও বড় চ্যালেঞ্জ—এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচ। ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে, পরপর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচেই পয়েন্ট না পেলে র্যাঙ্কিংয়ে আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, ফিফার তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।
বাংলাদেশ ফুটবলের উন্নয়ন প্রক্রিয়ায় এই র্যাঙ্কিং হোঁচট একটি সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে ফুটবল বিশ্লেষকদের কাছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















