ইনজুরি মুক্ত হয়েই নিজেকে প্রমাণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লাউতারো মার্টিনেজ। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আয়াক্সের বিরুদ্ধে খেলতে পারেননি। গত শনিবার সেরি আতে সাসুলোর বিপক্ষে মাত্র ২৬ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন। শনিবার রাতে ক্যালিয়ারির বিপক্ষে গোলের দেখা পেয়েছে ইন্টার মিলান। তার গোলের সুবাদে ক্যালিয়ারিকে ২- ০ গোলে হারিয়েছে ইন্টার মিলান।
মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন লাউতারো। প্রথম একাদশে সুযোগ পেয়ে নবম মিনিটে গোল করেন তিনি। আলেসান্দ্রো বাস্তোনির ক্রস থেকে বল পেয়ে গোল করেন লাউতারো।
ম্যাচ হারলেও নিজেদের মাঠের খেলায় ইন্টার মিলানকে ছেড়ে কথা বলেনি ক্যালিয়ারি। একের পর এক আক্রমণ রচনা করে তারা ইন্টার মিলানকে ভয় ধরিয়ে দিয়েছে। তবে তা থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি। ম্যাচের ৭৩ মিনিটে সমতায় ফেরানোর সুযোগও তারা পেয়েছিল। সেবাস্তিয়ানো এস্পোসিতোর কর্নার থেকে মাইকেল ফোলোরানসো যে হেড নিয়েছিলেন তা পোস্টে লেগে ফিরে আসে।
শেষ পযন্ত ম্যাচের ৮২ মিনিটে পিও এস্পোসিতো গোল করে ইন্টার মিলানের সমর্থকদের দুঃশ্চিন্তা থেকে রক্ষা করেন। ২০ বছর বয়সি এস্পোসিতো ক্যালিয়ারিতে খেলা সেবাস্তিয়ানোর ছোট ভাই।
এ জয়ের ফলে ইন্টার মিলান ৫ খেলা থেকে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। শীর্ষে রয়েছে নাপোলি। তাদের পয়েন্ট ১২। চার ম্যাচ থেকে এই পয়েন্ট তাদের।
