বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে উদ্দেশ্য করে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। খেলা ডট লাইভের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।
প্রিয় সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি; আপনি চেয়ারে বসার পর থেকে আপামর বাংলাদেশের ফুটবল পাগল মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে ফুটবল নিয়ে
বিগত বছরের পর বছর মানুষ গুলো ফুটবল নিয়ে যখন হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছিল ঠিক তখনই আপনি অন্ধকারে হারিয়ে যাওয়া ফুটবল ব্র্যান্ড টাকে হামজা নামের এক জাদুর স্পর্শে এক লাফে আকাশচুম্বী ফুটবল নিয়ে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিলেন আপনার সুদূর পরিকল্পনায়।
আপনার সাথে খেলার সৌভাগ্য যেমন আমার হয়েছিল সেই হিসেবে আপনার কাছে প্রত্যাশা ও অনেক বেশী, বিশেষ করে আমাদের মৃত প্রায় ফুটবল টাকে যেই ভাবে আমাদের দেশের কিছু ফুটবল পাগল পেইজের ভাইয়েরা বছরের পর বছর ফাঁকা গ্যালারি জুড়ে আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করে এসেছে অন্তত তাদের জন্য আগামী সিঙ্গাপুরের খেলা দেখার জন্য বিশেষ ভাবে একটা ব্যবস্থা করে দিলে ফুটবল পেজ ও সাপোর্টার ফোরামের সদস্যরা আছেন যারা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের কঠিন সময়ে বাংলাদেশের ফুটবলের পাশে ছিলো অন্তত তাদের জন্য অমুল্য পাওয়া হবে।
একজন সফল অভিভাবক হিসেবে বিশেষ ব্যবস্থার মাধ্যমে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিলে আমাদের এই ফ্যান পেজ এর সকল ভাই ও বোনদের জন্য অনেক বড় পাওয়া হবে।
আমি একজন সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে আপনার কাছে চাইছি বিরাট ন্যাশনাল স্টেডিয়ামের যেই কোন একটা অংশে আপনার বিশেষ ক্ষমতায় যদি আমাদের প্রাণ প্রিয় ফুটবল ফ্যানদের জন্য ব্যবস্থা করে দিন তাহলে চির কৃতজ্ঞ থাকবো। সকল ফুটবল পেজ ও ফোরামের আমাদের বাংলাদেশ ফুটবল কে এগিয়ে নিতে যারা নিরলস ভাবে পরিশ্রম করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের একজন প্রতিনিধি হিসেবে আমি আবেদন করছি এবং আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সভাপতি তাবিথ আউয়াল ভাই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















