নারী ফুটসাল এর নতুন ইতিহাস, প্রথম বিশ্বকাপেই চ্যাম্পিয়ন ব্রাজিল

ব্রাজিল নারি ফুটসাল দল

ব্রাজিল নারি ফুটসাল দল

ফিলিপাইনের ম্যানিলায় রোববার যেন এক নতুন অধ্যায়ের জন্ম হলো। নারী ফুটসাল এর প্রথম বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনার উচ্ছ্বাসে ভরা ফাইনালে সেলেসাও মেয়েরা ৩-০ গোলে হারিয়ে দিল পর্তুগালকে।

খেলা শুরু থেকেই খেলায় দখল ছিল ব্রাজিলের মেয়েদের হাতে। প্রথমার্ধের মাঝামাঝি এমিলির নিখুঁত ফিনিশিং দলকে এগিয়ে দেয়। বিরতির পর আরও স্বচ্ছন্দ হয়ে ওঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আমানদিনহার গোল ব্যবধান বাড়িয়ে দেয় দুইয়ে। ম্যাচের শেষ দিকেও আক্রমণ থামায়নি ব্রাজিল। শেষ তিন মিনিট বাকি থাকতে দেবোরা ভানিনের গোল নিশ্চিত করে তাদের শিরোপা। অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়ে যাত্রা শেষ করল সেলেসাওরা।

এদিকে সেমিফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করেছিল পর্তুগাল। তৃতীয় স্থানের লড়াইয়ে স্পেন ৫-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। স্পেনের জয়ে লরা কর্দোবা করেন দুই গোল।

ইতিহাস গড়া এই সাফল্যে স্বভাবতই আনন্দে ভাসছেন ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সত্যিই খুশি। খেলোয়াড়রা অসাধারণ ছিল। আমাদের পুরো কোচিং স্টাফও দারুণ কাজ করেছে। এই জয় বড় একটি বার্তা রেখে যাচ্ছে, এটা স্কুল, ক্লাব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফুটসালকে আরও জনপ্রিয় করবে। আর সেখান থেকেই উঠে আসবে আরও ভালো খেলোয়াড়, আরও ভালো কোচ।’

প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়ে ব্রাজিল নারী ফুটসাল দল, নারী ফুটসালের ইতিহাসে নিজেদের নাম স্বর্নাক্ষরে লিখে ফেললো।

Exit mobile version