আর্লিং হালান্ডের জন্য বুধবার রাতটা ছিল একটু অন্যরকম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। গোল করেছেন। ফিল ফোডেনও গোলের দেখা পেয়েছেন। ফোডেনের জোড়া গোলে ম্যানসিটি ৪-১ হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে।
মাঠে দারুণ আলো ছড়িয়েছেন ফিল ফোডেন। উভয়ার্ধে একটি করে গোল করে জাতীয় দলে ডাক পাওয়ার দাবিটা আরও জোরালো করেছেন। ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম গোলটি করেন ফোডেন। ২৭ মিনিটে গোল করে তিনি দলকে এগিয়ে নেন।
প্রথম গোলের ধাক্কাটা যেন বরুশিয়া ডর্টমুন্ডকে বড্ড বেশি নড়বড়ে করে দেয়।তাইতো দ্বিতীয় গোল করতে ম্যানসিটিকে খুব একটা সময় নিতে হয়নি। ২৯ মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন হালান্ড। এ গোলের মাঝ দিয়ে এ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচে ২৭ গোল করার কৃতিত্বে দেখিয়েছেন। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলের সংখ্যা ৫২ ম্যাচে ৫৪ গোল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির হয়ে টানা পঞ্চম ম্যাচে গোলের দেখা পেলেন হালান্ড। আরো একটা কীর্তি গড় চলেছেন হালান্ড। তিনটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন তিনি। এর আগে বরুশিয়া ডর্টমুন্ড এবং আরবি সালজবুর্গের হয়ে গোল করেছেন।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। বিরতির পরপরই ফোডেন আবার গোল করেন। ৭২ মিনিটে ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমিয়েছিলেন অ্যান্টন। কিন্তু এই স্বস্তি থাকেনি। রায়ান চেকরি ৯১ মিনিটে ম্যানসিটির হয়ে গোল করে ব্যবধান ৩-১ করেন।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানিসিটি। চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। ডর্টমুন্ডের পয়েন্ট ৭।
