ক্লাব বিশ্ব কাপে রমরমা অবস্থা ব্রাজিলিয়ান ক্লাবের। সুযোগ পাওয়া চারটি ক্লাবই ক্লাব বিশ্ব কাপের শেষ ষোলোতে নাম লিখিয়েছে। বুধবার ব্রাজিলিয়ান দলগুলোর মধ্রে ফ্লুমিনেজ চতুর্থ ক্লাব হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউন্সের সঙ্গে ড্র করে। গোলশূন্য ড্র।
ফ্লুমিনেজ গ্রুপ রানার্স আপ হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫। এক জয় ও দুই ড্র থেকে এই সংগ্রহ তাদের। ‘এফ’ গ্রুপ থেকে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে। ফ্লুমিনেজের আগে ব্রাজিলের ফ্লামেঙ্গো, পালমেইরাস ও বোটাফোগো শেষ ষোলোতে খেলার টিকিট পায়।
এফ গ্রুপে সানডাউন্স ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিদায় নিয়েছে। গ্রুপের অপর দল দক্ষিণ কোরিয়ার উলসানের ভান্ডার শূন্য।
সানডাউন্সের শুরুটা ছিল দারুণ। জয়ের সম্ভাবনাও তারা তৈরি করেছিল। কিন্তু গোলের সুযোগ নষ্ট করায় জয় আর তাদের পাওয়া হয়নি, ফলে তাদের বিদায় নিতে হয়েছে। লুকাস রিবেইরো ও তাশরিক ম্যাথিউজ ম্যাচের শুরুর দিকে গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফ্লুমিনেজের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিও’র কাছে তাদের কৌশল ব্যর্থ হয়।
ফ্লুমিনেজ ৫৭ মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু জার্মান কানোর দারুণ বাঁকানো শটটি পোস্টে আঘাত হানলে তাদের হতাশ হতে হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















