বড় জয়ে শুরু উরুগুয়ের; পানামাকে হারালো ৩-১ গোলে

কোপা আমেরিকা ২০২৪

ফ্লোরিডায় আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার উরুগুয়ে ৩- ১ গোলে পানামাকে উড়িয়ে দিয়ে এবারের কোপা মিশন শুরু করলো। আর্জেন্টিনার সাথে যৌথভাবে সর্বাধিক ১৫ শিরোপাজয়ী দলটি যেভাবে শুরু করলো তাতে অন্য দলগুলোর জন্য এটি একটি বড় বার্তা যে এবারের আসরে তারাও শিরোপার অন্যতম দাবীদার।

ম্যাচের ১৬তম ম্যাচে ম্যাক্সিমিলিয়ানো স্কোরশিটে প্রথম নাম তোলেন। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ। পরে ম্যাচের শেষ ১০ মিনিটে হয় আরও তিন গোল। ৮৫ মিনিটে ডারউইন নুনেজ উরুগুয়ের পক্ষে ব্যবধান বাড়ান। যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯১) ব্যবধান ৩-০ তে নিয়ে যান মাতিয়াস ভিনা। এর তিন মিনিট পর পানামার পক্ষে একটি গোল শোধ করেন মাইকেল আমির মুরিলো।

ম্যাচে উরুগুয়ে এতোটাই অপ্রতিরোধ্য ছিলো যে, পানামার গোলবারে তারা ২০টি শট নিয়েছিলো যার আটটি ছিলো লক্ষ্যে। এর মধ্যে গোল হয়েছে তিনটি। কর্নার পেয়েছে ৯টি। যদিও সেখান থেকে গোল পায়নি তারা। মাঠে উরুগুয়ের কাছে বলের দখল ছিলো শতকরা ৫৫ শতাংশ।

উরুগুয়ের তাদের পরের ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ২৮ জুন সকাল ৭টায়।

Exit mobile version