বদলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ মাঠে গড়াবে আগামী মাসেই। ফুটবলের এই মেগা লিগকে অন্যরকম মাত্রায় নিয়ে যেতে বেশকিছু পরিবর্তন এনেছে উয়েফা। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) মোনাকোতে অনুষ্ঠিত হবে ড্র।

জানা গেছে নতুন ফরম্যাটে কি কি পরিবর্তন এনেছেন আয়োজকরা। দল ও ম্যাচের সংখ্যা বাড়ছে এবারের চ্যাম্পিয়নস লিগে। আগে ৩২টি দলের অংশগ্রহনে হলেও নতুন ফরম্যাটে অংশ নেবে ৩৬টি দল।

আগের নিয়মে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলত। তবে কোনো গ্রুপ পর্ব থাকছে না এবারের ফরম্যাটে। নতুন নিয়মে ৩৬টি দল একটি গ্রুপেই খেলবে। যার মধ্যে শীর্ষ ৮ দল সরাসরি যাবে শেষ ১৬-তে। নবম থেকে ২৪তম স্থানে যে দলগুলো থাকবে তারা প্লে-অফ ম্যাচ খেলে শেষ ষোলোতে জায়গা করে নেবে।

চমক থাকছে এবারের ড্রয়েও। চারটি পটে ভাগ হবে ৩৬টি দল। এবারের ড্র অনুষ্ঠিত হবে কম্পিউটারের মাধ্যমে। প্রতিটি পট থেকে দুইটি করে প্রতিপক্ষ পাবে প্রতিটি দল। প্রতিটি ভাগ থেকে পাওয়া একটি প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে ও অন্য দলটির বিপক্ষে তাদের মাঠে খেলবে দলগুলো।

Exit mobile version