বাংলাদেশ ক্রিকেটে ফের আলোচনায় সাকিব আল হাসান। গায়ানায় গ্লোবাল সুপার লিগে ব্যস্ত থাকলেও জাতীয় দল নিয়ে তার ভাবনার শেষ নেই। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, তরুণদের উন্নতি, দল গঠনের দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মতামত তুলে ধরেছেন এই তারকা অলরাউন্ডার। যদিও জাতীয় দলে ফেরা নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে তার কথায় স্পষ্ট—বাংলাদেশ দল নিয়ে এখনো পরিকল্পনার জাল বুনছেন তিনি।
সাকিব জানিয়েছেন, গায়ানায় গ্লোবাল সুপার লিগ খেলতে ভালোই লাগছে। প্রথম ম্যাচে ভালো করলেও পরের দুই ম্যাচ ভালো যায়নি। তবে আমাজনের দেশে থাকার অভিজ্ঞতা দারুণ উপভোগ করছেন। বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি না দেখতে পারলেও হাইলাইটস দেখে এবং স্কোর দেখে খোঁজখবর রাখছেন বলে জানান তিনি।
দলে অভিজ্ঞতার ঘাটতি নিয়ে কথা উঠলেও সাকিব মনে করেন, যারা ৮-৯ বছর ধরে খেলছে তাদের দলে সুযোগ ও দায়িত্বের পরিবর্তনের কারণেই সাময়িক খারাপ সময় যাচ্ছে। সময়ের সঙ্গে পরিস্থিতি বুঝে মানিয়ে নেওয়ার কথা বলেন তিনি। বর্তমান দল নিয়ে আত্মবিশ্বাসী সাকিব মনে করেন, এক বছরের মধ্যে বাংলাদেশ দল আরও শক্তিশালী হয়ে উঠবে।
এক প্রশ্নে তিনি বলেন, এখন জাতীয় দলে যারা আছে, তাদের সবাই দক্ষ। তবে নতুন দায়িত্ব নেওয়ায় কিছুটা সময় লাগছে মানিয়ে নিতে। বিভিন্ন সিরিজে ব্যাটিং পারফরম্যান্সে সমস্যা থাকলেও বোলিং ইউনিটকে ভালোই মনে করেন সাকিব। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ হোসেনকে সুযোগ না দেওয়া নিয়ে আফসোস প্রকাশ করেছেন।
টি-টোয়েন্টি দলের গঠন নিয়েও কথা বলেন সাকিব। তিনি মনে করেন, মিডল অর্ডার বলতে টি-টোয়েন্টিতে কিছু নেই। শুরুর ব্যাটসম্যানরা মাঝের ওভারেও থাকলে ভালো স্কোর আসবে। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের ভূমিকাও স্পষ্ট করার ওপর গুরুত্ব দেন। তানজিম হাসান সাকিবকে ভবিষ্যতের পেস অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার কথা বলেন সাকিব।
মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে চিন্তার কিছু নেই বলে মনে করেন সাকিব। তার ভাষায়, ‘কেউ সবসময় ভালো খেলতে পারে না। পরিস্থিতির দাবি মেটাতে পারলেই যথেষ্ট।
ওয়ানডে দল নিয়ে তিনি মনে করেন, বড় স্কোর গড়তে মাঝের ওভারে ঝুঁকি কমিয়ে নিয়মিত ৪-৫ রান করে রান তোলা প্রয়োজন। সামর্থ্য দলের সবার আছে, তবে ‘লো রিস্ক, হাই বেনিফিট’ অপশন বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিয়ে সাকিব বলেন, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে যেতে পারে। ঘরের মাঠে সব সিরিজে ভালো খেলার লক্ষ্যের কথাও বলেন তিনি।
রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব খুব বেশি কথা বলতে চাননি। সনৎ জয়াসুরিয়ার, ” সাকিবের রাজনীতিতে আসা ভুল ছিল” মন্তব্যের প্রসঙ্গে তিনি শুধু বলেন, ‘সবার মত আলাদা।’
সব মিলিয়ে জাতীয় দলে ফেরা নিয়ে মুখ না খুললেও সাকিব আল হাসানের কথায় পরিষ্কার—বাংলাদেশ দল নিয়ে তাঁর চিন্তাভাবনা চলছে এবং মাঠে ফেরার রাস্তাও তিনি খোলা রেখেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















