সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন অনুষ্ঠেয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন আজ পূর্ণতা পেলো। গত ৩১ মে জাতীয় দলের অনুশীলন শুরু হলেও দলের ২৬ ফুটবলারের সবাইকে আজই প্রথম পেলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম ৪ জুন দেশে আসার পর আজ প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন।
৪ জুন সকালে দেশে আসার পর ওইদিনই বিকেলে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচটি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সাথে গ্যালারিতে বসে দেখেন শমিত। গতকাল মাঠের অনুশীলন না থাকায় অন্য ফুটবলারদের সঙ্গে হোটেলেই কাটিয়েছেন। আজ জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো অন্য ফুটবলারদের সঙ্গে মাঠের অনুশীলনে যোগ দেন।
জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় অনুশীলন শুরু হয়। প্রথম ১৫ মিনিট অনুশীলন সেশন মিডিয়ার জন্য উন্মুক্ত ছিলো। স্বল্প সময়ের মধ্যে ফুটবলারদের অনুশীলনের ছবি তোলা বা ভিডিও নেয়ার পাশাপাশি ইন্টারভিড নেয়ার সুযোগ পান সাংবাদিকরা। ফরোয়ার্ড রাকিব, সামিত ও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কথা বলেছেন। তবে সবার আগ্রহ ছিলো শমিতকে ঘিরেই।
