বাংলাদেশের টেস্ট রজতজয়ন্তী উদ্‌যাপনে বিসিবির ব্যতিক্রমধর্মী আয়োজন

বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে এবার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০০ সালের ২৬ জুন টেস্ট খেলুড়ে দশম দেশ হিসেবে আইসিসির স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিসিবি ২১ থেকে ২৮ জুন পর্যন্ত আয়োজন করছে ‘টেস্ট রজতজয়ন্তী’ কর্মসূচি।

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল—যিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান—এই আয়োজনের পরিকল্পনায় রয়েছেন সরাসরি। তৃণমূল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে এই রজতজয়ন্তী কার্যক্রমকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

সাতটি বিভাগীয় শহরে আয়োজন করা হবে অনূর্ধ্ব-১২ পর্যায়ের সিক্স-এ-সাইড প্রতিযোগিতা। পাশাপাশি অভিভাবকদের জন্য থাকছে ‘ফ্রি ফর অল কোচিং সেন্টার’, যেখানে তারা ক্রিকেট সম্পর্কে মৌলিক ধারণা ও কৌশল জানতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য রয়েছে পেসার ও স্পিনার হান্ট প্রোগ্রাম। জাতীয় পর্যায়ে প্রতিভা খোঁজার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে অংশ নেওয়া যাবে এ প্রতিযোগিতায়। প্রতিটি ভেন্যুতে থাকবে কমেন্ট্রি বুথ ও ঐতিহাসিক মুহূর্ত নিয়ে ভিডিও প্রেজেন্টেশন, যেখানে দর্শকরাও ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাবেন।

আয়োজনে থাকবে ছবি আঁকা প্রতিযোগিতা, হিট দ্য স্টাম্প চ্যালেঞ্জ ও ‘গুড লাক উইশ’ বোর্ডে শুভেচ্ছা জানানোও।

২১ জুন খুলনা থেকে শুরু হয়ে এই আয়োজন ছড়িয়ে পড়বে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও রংপুরে। ময়মনসিংহ ছাড়া দেশের সাত বিভাগেই রজতজয়ন্তীর রঙিন ছোঁয়া ছড়িয়ে দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত বিসিবি।

Exit mobile version