শেষ ম্যাচে শান্তনার জয় নিউজিল্যান্ডের

ঘরের মাঠে টানা ওয়ানডে জয়ের পর তৃতীয় ও সবশেষ ওয়ানডেটি জিতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু না। শেষ ম্যাচে শান্তনার জয় পেয়েছে নিউজিল্যান্ড এ দল। সিলেটে এদিন বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা।


২২৮ রানের লক্ষ্য দিয়ে ১৬৬ রানে কিউইদের ৬টি উইকেটও তুলে নিয়েছিলো বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে ডিন ফক্সক্রফট ও জাকারি ফক্সের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়েই নিউজিল্যান্ড ম্যাচটি জিতে নিয়েছে, ৪ উইকেটের জয়ে বল হাতে ছিলো ১০টি। ৭ নম্বরে নামা ফক্সক্রফট ৪৩ বলে ৩৬ ও আট নম্বরে নামা ফকস ৪২ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে ক্রিজে নামা নিউজিল্যান্ডের সব ব্যাটারই দুই অঙ্ক ছুঁয়েছেন। রিস মারিউ ৩৩, ডেল ফিলিপস ৩৪, নিক ক্যালি ১৯, জো কার্টার ৩৩, মুহাম্মদ আব্বাস ১৯ ও কার্টিস হিপি ১০ রান করেন। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন ও নাঈম হাসান ২টি করে উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে, ১০৪ রানে পড়ে ৬ উইকেট। এই ৬ উইকেটের মধ্যে একমাত্র সাইফ হাসানই বলার মতো রান (৩১) করেন। বাকিদের মধ্যে মোহাম্মদ নাঈম ৪, এনামুল হক ২, আফিফ হোসেন ১, নুরুল হাসান সোহান ১২ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

তবে দুশোর বেশি সংগ্রহে যেতে সবচেয়ে বড় অবদান রাখেন ইয়াসির আলী রাব্বি ও স্পিনার নাসুম আহমেদ। ইয়াসির আলী ৬৩ রান করে দলীয় ১৪৬ রানে আউট হওয়ার পর নাসুমের ব্যাট থেকে আসে ৯৭ বলে ৬৭ রান। তাকে নাঈম হাসান ১০ ও এবাদত হোসেন ১২ রান করে সঙ্গ দেন। নিউজিল্যান্ডের হয়ে আদিত্য অশোক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পান বেন লিস্টার, জায়দেন লেনক্স ও ডিন ফক্সক্রফট। দুদল ১৪ মে থেকে দুটি আনঅফিসিয়াল টেস্টে মুখোমুখি হবে।

Exit mobile version