ওয়ানডে শেষে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। আর এই সিরিজের দল আগেই জানিয়েছে টাইগাররা। এবার স্বাগতিকরা ঘোষণা করেছে টি-টোয়েন্টি দল। ঘোষিত ১৭ সদস্যের দলে আছে চমকও।
সোমবার লঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া দলে ফিরেছেন চামিকা করুণারত্নে। সাবেক অধিনায়ক দাসুন শানাকা দলে ফিরেছেন প্রায় এক বছর পর। নিউজিল্যান্ড সিরিজে বাজে ফর্মে থাকা ভানুকা রাজাপাকসে পাননি জায়গা। স্বাগতিকদের নেতৃত্বে থাকবেন চারিথ আসালাঙ্কা।
আগামী ১০ জুলাই ক্যান্ডিতে শুরু হবে দুই দলের সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ। সবগুলো খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
শ্রীলংকার টি-টোয়েন্টি স্কোয়াডঃ চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















