রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে লিটন দাসের দল। হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হার মানতে পারছেন না রশিদ খান।
ম্যাচ শেষে রশিদ খান বলেন, ‘শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। তবে ভালোভাবে ম্যাচ শেষ করতে পারিনি। ১৮ বলে ৩০ রান করা এখনকার যুগে খুবই সম্ভব। আমরা যে ধরনের ক্রিকেটের জন্য বিখ্যাত তা শুরুতে খেলতে পারিনি। যে ধরনের ক্রিকেট খেলার জন্য আমরা এই পর্যায়ে এসেছি তা খেলতে পারিনি।’
অধিনায়ক হিসেবে রশিদ খান স্বীকার করেছেন যে ম্যাচে তারা অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছিলেন, ‘তখন অনেক চাপ নিয়ে ফেলেছি। পরিকল্পনা ঠিকভাবে এক্সিকিউট করতে পারিনি। এটাই আমাদের পিছিয়ে দিয়েছে।’
এছাড়া রশিদের মতে, উইকেট ১৬০-১৭০ রানের উপযোগী ছিল, এবং বোলাররা তাদের কাজটা ঠিকঠাকই করেছিল, ‘বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, ওদের এমন শুরুর পরও ১৬০ এর নিচে রাখা। ওরা প্রথম ১০ ওভারে প্রায় ৯০ রান করে ফেলেছিল। উইকেট ১৬০-১৭০ রানেরই ছিল।’
নিজেদের ব্যাটিং নিয়ে রশিদ খানের মতে, ব্যাটিংয়ের সময় কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলার কারণে তারা ম্যাচটি হেরেছে, ‘ব্যাটিংয়ে আমরা কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি। আমরা আরও দায়িত্বশীল শট খেলা উচিৎ ছিল।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















