এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ, প্রতিপক্ষ ছিল হংকং। তবে দ্বিতীয় ম্যাচেই আসল চ্যালেঞ্জে পড়ে লিটন দাসের দল। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে মাত্র ১৩৯ রানে গুটিয়ে গিয়ে ৬ উইকেটে হেরে বসে টাইগাররা। এই হারের ফলে সুপার ফোরে ওঠার পথ এখন অনেকটাই কঠিন। সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, বাংলাদেশ এভাবে ভেঙে পড়বে তা কেউই কল্পনা করেনি।
মাত্র কয়েক মাস আগেই শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। তার আগে পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয়ের অভিজ্ঞতা রয়েছে। এমনকি এশিয়া কাপের প্রস্তুতিতে খেলা নেদারল্যান্ডস সিরিজেও জয় তুলে নিয়েছিল লিটনরা। সব মিলিয়ে সবার প্রত্যাশা ছিল ভিন্ন কিছু। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এই হারে হতাশ হয়েছেন নান্নু। বর্তমানে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টেকনিক্যাল কমিটির দায়িত্ব পালন করছেন এবং আরব আমিরাতেই অবস্থান করছেন।
বাংলাদেশের ম্যাচটি মাঠে বসেই দেখেছেন সাবেক এই নির্বাচক। খেলা শেষে হতাশা প্রকাশ করে নান্নু বলেন—
‘আজকের পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই সবাই হতাশ। ব্যাটিং-বোলিং কোনোটাতেই আমরা ভালো করতে পারিনি। এত বাজেভাবে হারব, সেটা ভাবা যায়নি। এখান থেকে বের হয়ে আসা এখন অনেক কঠিন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কেবল জিতলেই হবে না, ভালো রানরেটও রাখতে হবে। শ্রীলঙ্কার সঙ্গে আজকের ম্যাচে আমরা সব বিভাগেই ব্যর্থ হয়েছি।’
বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা, পাওয়ার প্লেতে উইকেট হারানো এবং বোলিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নান্নু—
‘পাওয়ার প্লের সময়েই ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। শুরুতেই আমরা একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছি। আবার ১৪০ রান বোর্ডে তোলার পরও যেভাবে বোলিং করেছি, সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে খেললে কোনো দলকে হারানো সম্ভব নয়।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















