ওয়ার্ল্ড আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক টম ডিলান দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের রচিত গ্রন্থ ‘তির-ধনুকের বাজিমাত’–এর প্রকাশনা অনুষ্ঠান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিলান।
বইটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ডিলান বলেন, “এটি আরচ্যারির সংস্কৃতি প্রসারে বড় ভূমিকা রাখবে। বইটি বাংলায় হওয়ায় পুরোটা বুঝতে পারিনি, তবে ছবির মাধ্যমে অনেক কিছু বোঝার চেষ্টা করেছি। ইংরেজি সংস্করণ বের হলে আরও ভালোভাবে বুঝতে পারব।”
সম্প্রতি বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে। নির্বাচিত কমিটির অনুপস্থিতিতে বিশ্ব আরচ্যারি সংস্থা উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দেয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সরাসরি মন্তব্য না করে ডিলান বলেন, “সভাপতি ও সেক্রেটারির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বিষয়টি ভবিষ্যতে দেখা হবে।”
আসন্ন নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ নিয়ে আগে কিছুটা শঙ্কা থাকলেও, ডিলান আশ্বস্ত করেন, “চ্যাম্পিয়নশিপ বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। আমি ভালো আয়োজনের প্রত্যাশা করি এবং আশা করি বাংলাদেশ পদকও পাবে।”
বাংলাদেশের আরচ্যারি উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশ ধারাবাহিকভাবে অলিম্পিকে অংশ নিচ্ছে, এমনকি প্যারিস প্যারা অলিম্পিকেও সরাসরি খেলার সুযোগ পেয়েছে। আমি নিবিড় অনুশীলনের দৃশ্য নিজ চোখে দেখেছি, যা খুবই উৎসাহজনক।”
