ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’দলের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেও চার দিনের ম্যাচে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। সিরিজের প্রথম চার দিনের ম্যাচে হারের পর দ্বিতীয় ও শেষটিতে আজ শনিবার মিরপুরে ড্র করেছে স্বাগকিররা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ হারল বাংলাদেশ।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এর আগে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৩৫৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে কিউইরা।
তারা নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রান তুলে লিড নেয়। ফলে নিউজিল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করলে চতুর্থ ও শেষ দিনে ২ উইকেটে ৮৭ রান তোলে। ফলে দুই দলের অধিনায়ক টেস্টে ম্যাচ ড্র মেনে নেয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















