সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে বাংলাদেশ ছাড়লেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম ও ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। উভয়েই আজ ভোরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি বিমানবন্দের চলে যান। তাদের পর বাংলাদেশ ছেড়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
শমিত ও হামজার বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিলো। আর জাতীয় দলের ম্যাচ শেষে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার স্পেনে চলে যাওয়ার বিষয়টি একপ্রকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ শেষে শিলং থেকেই তিনি স্পেনে ফিরে যান। এখন আগামী তিন মাসেও জাতীয় দলের কোন খেলা নেই ফলে কোচের ফিরে যাওয়াটা বলা যায় অবধারিত।
ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রায় এক মাসের ছুটি কাটিয়ে ২১ মে বুধবার বিকেলে তিনি ঢাকায় এসেছিলেন। আর ফিরে গেলেন ১১ জুন। অর্থাৎ ২১ দিন ঢাকা কাটিয়ে স্পেনে গেলেন ক্যাবরেরা।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়ীত্ব পালন করা হ্যাভিয়ের ক্যাবরেরার ছুটি কাটানো নিয়মিত ঘটনা। ভারতের বিপক্ষে ম্যাচের আগেও এক মাসের ছুটি কাটিয়েছেন।
২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেই স্পেন গিয়েছিলেন। ফিরেছিলেন ২২ এপ্রিল। ওইদিন সকালে ঢাকায় ফিরে বিকেলেই ময়মনসিংহে গিয়েছিলেন বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে। ওই ম্যাচের তিনদিন পরই নিয়েছিলেন ছুটি।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো মাটে নামতে ৪ জুন ঢাকায় এসেছিলেন কানাডা প্রবাসী শমিত সোম। ওইদিন গ্যালারিতে বসেই দেখেছিলেন বাংলাদেশ-ভুটানের ম্যাচ। ৬ জুন জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছিলেন জাতীয় স্টেডিয়ামে।
হামজা চৌধুরী ঢাকায় এসেছিলেন ২ জুন। নির্ধারিত দিনেই তিনি ঢাকায় পা রেখেছিলেন। ওইদিন সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসেছিলেন হামজা।
এর আগে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকা এসেছিলেন। ২৮ মে বাংলাদেশ সময় সকালে রোম থেকে ঢাকায় পৌঁছেছিলেন ফাহামিদুল।।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















