বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে বৃ্ষ্টির শঙ্কা দেখা দিয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা প্রথম ম্যাচটি। ঘরের মাঠে হোয়াইটওয়াশের প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। কিন্তু তার আগেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে ও পরে ঢাকা শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ম্যাচের সময় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, যার ফলে ম্যাচের পরিপূর্ণতা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ম্যাচের সময়কার আবহাওয়া থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, তবে অনূভুত হবে ৩৭ ডিগ্রি।
অর্থাত মেঘের আচ্ছাদন: ৯৯% মেঘলা থাকবে আকাশ। প্রায় ১.৭ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রাত ৮টার দিকে তাপমাত্রা নামবে ৩০ ডিগ্রিতে, কিন্তু রিয়েলফিল থাকবে একই ৩৭ ডিগ্রি। তখন বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে । তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে অটুট।
সিরিজে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। বাকি দুটি ম্যাচ হবে আগামী ২২ ও ২৪ জুলা। চলতি বছরের মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত শেষ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই দলের মোট ২২টি টি-টোয়েন্টি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ১৯টি ম্যাচে, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















