বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অবশেষে পা রেখেছে মিয়ানমারের ইয়াঙ্গুনে। এশিয়ান কাপ-২০২৬ এর বাছাইপর্ব খেলতে সেখানে পৌঁছেছেন ঋতুপর্ণা চাকমা ও তাঁর সতীর্থরা। ২০২৩ সালের এপ্রিল মাসে অলিম্পিক বাছাইয়ে একই ভেন্যুতে খেলতে না পারার আক্ষেপ এবার ঘুচেছে। তখন আর্থিক সংকটের কারণে বাফুফে নারী দলকে পাঠাতে পারেনি। তবে এবার সেই বাধা কাটিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকাল ভোররাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। ব্যাংককে কিছু সময় যাত্রাবিরতির পর তারা স্থানীয় সময় সকাল ১১টায় মিয়ানমারে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা পর আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত হোটেলে উঠেছেন পিটার বাটলারের শিষ্যরা।
২৯ জুন শুরু হবে বাছাইয়ের প্রথম ম্যাচ। তার আগে চার দিন সময় পেয়েছে দলটি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ও অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন হলেই মিলবে মূল পর্বে খেলার টিকিট।
র্যাঙ্কিংয়ে ৫৫তম অবস্থানে থাকা মিয়ানমার শক্তির বিচারে এগিয়ে থাকলেও, আফিদা-ঋতুপর্ণারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। পয়েন্ট ছিনিয়ে আনতে চান তারা। বাংলাদেশের নারী ফুটবলের জন্য এটি হতে পারে আরেকটি গর্বের অধ্যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















