চলতি বিশ্বকাপটা একেবারে বাজেভাবে শুরু করলো শ্রীলঙ্কা। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল গুটিয়ে যায় মাত্র ৭৭ রানে। এটি তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহ। এই লক্ষ্য ধীরগতিতে তবে খুব সহজেই ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। এমন বাজে পারফরম্যান্সের পর হতাশা বিরাজ করছে লঙ্কান ক্রিকেটারদের মাঝে।
সেই হতাশা থেকেই কিনা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ ঝাড়লেন লঙ্কান স্পিনার মাহিশ থিকসানা। তবে সেটা নিজ দলের ব্যাটারদের উপর নয়; বরং আয়োজকদের উপর। নিউইয়র্কের হোটেল, সূচি আর যাতায়াত নিয়েই এমন ক্ষোভ জানালেন এই স্পিনার।
অবিচারের কথা উল্লেখ করে থিকশানা বলেন, ‘প্রতিদিনই ম্যাচের পর আমাদের বেরুতে হচ্ছে, কারণ আমাদের চারটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলতে হচ্ছে। এটা অবিচার। আমরা ফ্লোরিডা থেকে ফ্লাইট নিলাম, এরপর মিয়ামি থেকে। বিমানবন্দরে আমাদের ৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ফ্লাইটের জন্য। সকাল ৮টায় আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট পেয়েছি ভোর পাঁচটায়। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, যদিও যখন আপনি মাঠে খেলতে নামেন, তখন আর এসব বিবেচনায় থাকে না।’
