বাবার প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে

জাতীয় দলে একসঙ্গে খেলার স্বপ্ন এখনো পূরণ হয়নি, তবে বাবা–ছেলের দেখা হয়ে গেল প্রতিপক্ষ হিসেবে। আর সেখানেই ঘটে গেল ক্রিকেটীয় এক অনন্য মুহূর্ত—প্রথম বলেই বাবাকে ছক্কা হাঁকালেন ছেলে!

গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। বিদায় জানানোর সময়েই জানিয়েছিলেন, একদিন ছেলে হাসান ইসাখিলের সঙ্গে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন এখনো পূরণ না হলেও মাঠে তাদের দেখা হয়ে গেল শাপাগিজা ক্রিকেট লিগে, যেখানে খেলায় মুখোমুখি হন নবি ও হাসান। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে এমআইএস আইনাক নাইটসের হয়ে বোলিংয়ে আসেন নবি, আর ব্যাট হাতে ছিলেন আমো শার্কসের তরুণ ক্রিকেটার হাসান। নবম ওভারে বাবার প্রথম বলেই গুড লেংথ ডেলিভারিকে বিশাল ছক্কায় পরিণত করেন মাত্র ১৮ বছর বয়সী এই ব্যাটার।

সেই মুহূর্তে কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থাকেন নবি, আর হাসান হাসিমুখে হাত মেলাতে এগিয়ে আসেন সতীর্থের সঙ্গে। ধারাভাষ্যকাররাও আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘সবচেয়ে সেরা উপায়ে সে নবিকে স্বাগত জানাল।’

ম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছে নবি ও তার দল আইনাক নাইটস। ৫ উইকেটে জয় পেয়েছে তারা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় ছিল বাবা-ছেলের এই হৃদয়ছোঁয়া মুহূর্ত।

নবি এর আগেও আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলের জন্য গর্ব প্রকাশ করে বলেছিলেন, “সে অনেক পরিশ্রমী। আমি তাকে অনুপ্রাণিত করছি যেন সে আরও ভালো করে। সে যেন নিজের লক্ষ্য নির্ধারণ করে সেরা হয়।” হাসান ইতোমধ্যেই অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।

এই ঘটনা শুধু ক্রিকেট নয়, খেলাধুলার বাইরেও ছুঁয়ে গেছে হাজারো হৃদয়—যেখানে প্রতিপক্ষের চেয়েও শক্তিশালী এক বন্ধনের নাম বাবা-ছেলে।

Exit mobile version