মাঠের খেলায় অভিজ্ঞতার ঝুলি যাদের পরিপূর্ণ, এবার সেই সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে ম্যাচ রেফারির বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালাটি শুরু হয়েছে আজ (শনিবার), যা চলবে আগামীকাল পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ কার্যক্রম।
বিসিবির আম্পায়ার্স বিভাগের একটি সূত্র জানিয়েছে, মোট ৩০ জন প্রার্থী এই কর্মশালায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক। অংশ নিচ্ছেন আরও কয়েকজন বর্তমান ও সাবেক ক্রিকেটার—যাদের মধ্যে আছেন আরাফাত সানী, ইলিয়াস সানী, নাইম ইসলাম এবং ফজলে মাহমুদ।
নারী ক্রিকেটাররাও এই প্রশিক্ষণের আওতায় এসেছেন। সাবেক অধিনায়ক রুমানা আহমেদের অংশগ্রহণ নিশ্চিত হওয়া গেছে। বিসিবির এই উদ্যোগকে অনেকে প্রশংসা করছেন, কারণ এতে সাবেক ক্রিকেটারদের খেলাটির প্রশাসনিক ও নীতিনির্ধারণী ভূমিকায় সম্পৃক্ত করার সুযোগ তৈরি হচ্ছে।
প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি এসএম রকিবুল হাসান ও নিয়ামুর রশিদ রাহুল। কর্মশালার প্রথম দিনে নতুন প্রার্থীদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় দিনে নতুন ও পুরোনো অংশগ্রহণকারীদের একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ জুন পর্যন্ত আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র ও সিভি জমা নেওয়া হয়। সবার আগে আবেদন জমা দেন বাশার ও রাজ্জাক, পরে যুক্ত হন অন্যরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














