এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচে উত্তেজনা ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে আম্পায়ারদের সিদ্ধান্ত। মাঠে দুদিনেই ২৪টি উইকেট পড়লেও বিতর্ক সবচেয়ে বেশি জমেছে টিভি আম্পায়ারের বিতর্কিত রায় ঘিরে। যেখানে ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ ও শাই হোপের আউট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত আসে চেজের ব্যাটে লাগা বল এলবিডব্লিউ দেওয়ার ঘটনায়। প্যাট কামিন্সের একটি বল চেজের ব্যাট ছুঁয়ে প্যাডে লাগলেও অনফিল্ড আম্পায়ার এলবিডব্লিউ দেন। চেজ রিভিউ নিলে আল্ট্রা এজে স্পষ্ট শব্দ পাওয়া যায়, ভিডিওতেও দেখা যায় বল ব্যাটে লেগে দিক পরিবর্তন করেছে। তবে দক্ষিণ আফ্রিকান টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক দাবি করেন, বল ও ব্যাটের মাঝে ফাঁকা ছিল—এবং সিদ্ধান্ত বহাল থাকে।
এছাড়া শাই হোপের ক্যাচ নিয়েও তৈরি হয় সমালোচনা। গ্লাভসবন্দি হওয়ার আগে বল মাটি ছুঁয়েছে বলে বারবার রিপ্লেতে ধরা পড়লেও আবারও সিদ্ধান্ত যায় অস্ট্রেলিয়ার পক্ষেই।
এই সিদ্ধান্তগুলোকে “অন্যায়” আখ্যা দিয়ে ক্ষোভ ঝেড়েছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি। তিনি প্রশ্ন তুলেছেন হোল্ডস্টকের নিরপেক্ষতা নিয়েই। এমনকি অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও স্বীকার করেছেন, কিছু সিদ্ধান্ত সত্যিই বিভ্রান্তিকর ছিল।
উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও এমন বিতর্ক আম্পায়ারিংয়ের নিরপেক্ষতা ও দক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ম্যাচের চেয়ে বেশি আলোচনা এখন মাঠের বাইরে—এমন পরিস্থিতি ক্রিকেটের জন্য মোটেও শুভ নয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















