ভারতের সর্বকালের সেরা ব্যাটার কে? এই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক থাকলেও বর্তমান সময়ের সেরা ব্যাটারদের একজন শুভমান গিল! ক্যারিয়ারের শুরু থেকে এই ব্যাটার একের পর এক রেগর্ড গড়েই চলেছেন তিনি। বিদেশের মাটিতে ব্যাট হাতে অবিশ্বাস্য সব রেকর্ড গড়ে ছাড়িয়ে গেছেন সব কিংবদন্তিদের। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে একাই ৭৫৪ রান করেছেন শুভমন গিল। আর এর মধ্য দিয়ে এই এক সিরিজ়ে মোট ১৩টি রেকর্ড গড়েন তিনি। আর অধিনায়ক হিসাবে নিজের প্রথম সিরিজ়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ ২-২ ড্র করেছে ভারত।
শুভমনের ১৩ রেকর্ড:
ভরত ও ইংল্যান্ডের মাঝে টেস্টের ইতিহাসে এক সিরিজ়ে সর্বাধিক রান করেন শুভমন। এর আগে ১৯৯০ সালে ৭৫২ রান করেছিলেন ইংল্যান্ডের গ্রাহাম গুচ। তাঁকে ছাপিয়ে গিয়েছেন শুভমন গিল।
ভারতের অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে সর্বাধিক রান করেন শুভমন। এর আগে ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসাবে ৭৩২ রান করেছিলেন সুনীল গাভাস্কর। বিশ্বের অধিনায়কদের মধ্যে দ্বিতীয় স্থানে শুভমন। শীর্ষে ডন ব্র্যাডম্যান অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে ৮১০ রান করেছিলেন তিনি।
এশিয়ার প্রথম ব্যাটার হিসাবে বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করেছেন শুভমন। এর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির ৬৯২ রান ছিল সর্বাধিক।
ইংল্যান্ডের বিপক্ষে এশিয়ার ব্যাটারদের মধ্যে এক টেস্ট সিরিজে সর্বাধিক রান করেন শুভমন। এর আগে যশস্বী জয়সওয়ালের ৭১২ রান ছিল সর্বাধিক।
ইংল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটারদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ রান করেছেন শুভমন। এর আগে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের ৬৩১ রান ছিল সর্বাধিক।
ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্করের পর শুভমন তৃতীয় অধিনায়ক যিনি এক টেস্ট সিরিজে চার সেঞ্চুরি।
বিদেশের মাটিতে এশিয়ার অধিনায়ক হিসাবে এক ইনিংসে ডাবল সেঞ্চুরি ২৬৯ রান করেন শুভমন। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশানের ১৯৩ রান ছিল সর্বাধিক।
বিদেশের মাটিতে এক টেস্টে সর্বোচ্চ রান। এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছেন শুভমন। অর্থাৎ এক টেস্টেই ৪৩০ রান করেছেন তিনি। এর আগে পাকিস্তানের মাটিতে এক টেস্টে অস্ট্রেলিয়ার মার্ক টেলরের ৪২৬ রান ছিল সর্বাধিক।
ভারতের অধিনায়ক হিসাবে টেস্টের এক ইনিংসে শুভমনের ২৬৯ রান সর্বাধিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির ২৫৪ রান ছিল সর্বাধিক।
কোহলির পর বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসাবে নিজের প্রথম দুই টেস্টে তিন সেঞ্চুরি করেছেন শুভমন।
সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে নিজের প্রথম টেস্টে শতরান ও দ্বিতীয় টেস্টে দ্বিশতরানের ইনিংস খেলেছেন শুভমন।
অ্যালান বর্ডারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই ১৫০ এর বেশি রান করেছেন শুভমন।
ভারতের প্রথম অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের এজবাস্টনে টেস্ট জিতেছেন শুভমন। এর আগে ভারতের কোনও অধিনায়ক এই কীর্তি করতে পারেননি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















