দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠবে আগামীকাল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-২০ ক্রিকেট লিগে এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল।
আগামীকাল দুপুর দুইটায় স্বাগতিক দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে বিপিএলের এবারের আসরের। সন্ধ্যা সাতটায় আরেক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এবারের বিপিএলে অংশ নেয়া সাত ফ্র্যাঞ্চাইজি হলোঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স।
গতকাল উন্মোচিত হয়েছে বিপিএলের এবারের আসরের ট্রফি। শিরোপার সাথে ছবি তুলেছেন ছয় দলের অধিনায়ক এবং এক দলের সহ-অধিনায়ক। এছাড়াও গতকালকেই এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে ইস্পাহানির নাম ঘোষণা করা হয়েছে।